শুক্রবার, ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

নড়াইলে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

মো. রাসেল শেখ, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় আব্দুল আহাদ মল্লিক হত্যা মামলায় ইলিয়াছ সরদার নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড দেয়া হয়েছে। নড়াইলের বিজ্ঞ জেলা ও দায়রা জজ শারমিন নিগার বুধবার সকাল ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামে আব্দুল আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে হত্যা করা হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ইলিয়াছ সরদার খুলনা জেলার তেরখাদা থানার পারখালি গ্রামের সবুর সরদারের ছেলে। রায় প্রদানের সময় দন্ডপ্রাপ্ত ইলিয়াছ আদালতে উপস্থিত ছিলেন। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পূর্ব শত্রæতার জেরে কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের আইচপাড়া গ্রামের আহাদ মল্লিককে ২০১৮ সালের ৪ জুলাই রাত ১০টার দিকে ইলিয়াছ সরদার মোবাইল ফোন করে তার বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওইরাতে আহাদ মল্লিক বাড়িতে আর ফিরে আসেনি। পরেরদিন ৫ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে পারোখালী গ্রামের একটি পাট ক্ষেতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে নড়াগাতি থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় ৭ জুলাই নিহতের ভাই আবুল বাশার মল্লিক বাদি হয়ে ইলিয়াছ সরদারসহ ৫জনকে আসামি করে নড়াগাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞবিচারক আসামি ইলিয়াছ সরদারকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। বাকি ৪ আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দোহাতীতভাবে প্রমাণীত না হওয়ায় তাদেরকে বেকসুর খালাস প্রদান করা হয়।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com