সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে তরুণদের ব্যতিক্রমী আয়োজন

সন্দ্বীপ প্রতিনিধি:

জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে তরুণদের ব্যতিক্রমী আয়োজন

চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এবং ঈদের আনন্দ ভাগাভাগি করতে সন্দ্বীপে আয়োজন করা হয় এক প্রাণবন্ত শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্ট। পূর্ব সারিকাইত সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জুলাই বিপ্লবের শহীদদের সম্মানে তরুণদের ব্যতিক্রমী আয়োজন

টুর্ণামেন্টটির আয়োজন করে দারুল উলুম একতা সংঘ। আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক ও নেতিবাচক পরিবেশ থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সামাজিক সংহতি ও ভ্রাতৃত্ববোধ তৈরি করাই ছিল মূল উদ্দেশ্য।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাদের মধ্যে ছিলেন—ব্যবসায়ী মোঃ সিরাজুল ইসলাম, যুবদল নেতা এম এ আজিজ, সাবেক ইউপি সদস্য ওমর ফারুক দুলাল, মোঃ জামাল, মোঃ ইলিয়াছ, মোঃ শোয়াইব, মোঃ নুরুল আলম, মোঃ সিদ্দিক, শাখাওয়াত হোসেন, মোঃ পাভেল এবং বইচিন্তার চিফ কো-অর্ডিনেটর নজরুল নাঈমসহ আরও অনেকে।

স্থানীয় তরুণদের অংশগ্রহণ ও উৎসাহে টুর্ণামেন্টটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও যুব উন্নয়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com