বৃহস্পতিবার, ১০ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার — ড. তাসনিম জারা

আবাসন নিউজ ২৪ অনলাইন ডেস্কঃ

এক পরিবারের স্বার্থে আটকে যাবে না দেশের সংস্কার — ড. তাসনিম জারা

ঢাকা, ৪ এপ্রিল ২০২৫:
জনপ্রিয় চিকিৎসক, সমাজচিন্তক ও মানবাধিকারকর্মী ড. তাসনিম জারা বলেছেন, “একটি পরিবারের স্বার্থ রক্ষা করতে গিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন ও কাঙ্ক্ষিত সংস্কার থেমে থাকতে পারে না।” তিনি আরও বলেন, “আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বসবাস করি। দেশের সংস্কারমূলক যেকোনো পদক্ষেপে জনগণের স্বার্থই হতে হবে মুখ্য, কোনো একক গোষ্ঠী বা পরিবারের নয়।”

সম্প্রতি একটি সামাজিক উন্নয়নমূলক সেমিনারে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, “দেশের স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, বিচারব্যবস্থা সহ বিভিন্ন খাতে জরুরি সংস্কারের প্রয়োজন রয়েছে। এই পরিবর্তনগুলো হতে হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক ও জনবান্ধব।”

ড. তাসনিম জারা আরও বলেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন একটি সমতাভিত্তিক, ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্রে বেড়ে উঠতে পারে, সে লক্ষ্যেই এখন সময় সংস্কারের। যেকোনো রকম ব্যক্তি বা পরিবারের সুবিধার কারণে এই ধারা ব্যাহত হলে, তাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান, জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সংস্কার কর্মসূচি এগিয়ে নিতে।

পাঠক প্রিয়,

আপনিও আবাসননিউজ২৪.কম-এ ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি নিয়ে লিখতে পারেন।

আপনার লেখা পাঠানোর ঠিকানাঃ abasonnewsfeature@gmail.com