
আজ, ৪ এপ্রিল ২০২৫ তারিখে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমসটেক (বঙ্গোপসাগর বহুমুখী প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ) সম্মেলনে অংশগ্রহণ করছেন। সম্মেলনে তিনি অন্যান্য সদস্য রাষ্ট্রের নেতাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং যুব উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে বিমসটেক ইয়াং জেন ফোরামে মূল বক্তব্য প্রদান করবেন।
গতকাল, ৩ এপ্রিল, তিনি যুব সমাজের উদ্দেশ্যে বলেন যে সমাজে সম্পদ ও ক্ষমতার অসম বণ্টন হলে তা অবশেষে ধ্বংসের দিকে ধাবিত হয়। তিনি জোর দিয়ে বলেন, “যদি সম্পদ ভাগাভাগি না করা হয়, তবে সমাজ টিকে থাকতে পারে না।”
এছাড়াও, তিনি সরাসরি আর্থিক সহায়তার র ওপরিবর্তে কর্মসংস্থানেপর গুরুত্বারোপ করেন, উল্লেখ করে বলেন যে ঋণ একটি মৌলিক মানবাধিকার। তিনি বিশ্বব্যাপী আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আরও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গঠনের জন্য তাদের নীতিমালা পুনর্বিবেচনা করার আহ্বান জানান।

সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজে ড. ইউনূস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে সাক্ষাৎ করেন, যেখানে তারা দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন।
ড. ইউনূসের এই সফর এবং বক্তব্যসমূহ বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামাজিক নীতিমালায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।