মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

কুড়িগ্রামের রৌমারীতে ১০৫ পিস ইয়াবা ও তিন বোতল বিদেশী মদ আটক ৪

মোঃ জাকারিয়া হোসেন ঃস্টাফ রিপোর্টার  

 

কুড়িগ্রামের রৌমারীতে ১০৫ পিস ইয়াবা ও ৩ বোতল বিদেশি মদসহ ৪ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ

 

 

কুড়িগ্রাম জেলার রৌমারী থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৮ মার্চ ২০২৫ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় রৌমারী থানাধীন চর শৌলমারী ইউনিয়নের পূর্ব পাখিউড়া এলকা থেকে একই এলাকার মাদক কারবারি মোঃ বাদশা আলম (৩৫), মোঃ সাইফুল ইসলাম (৪৫) ও মোঃ আবু আসাদ (২৭) দেরকে ১০৫ পিস ইয়াবা ও ৩ বোতল বিদেশি মদসহ হাতেনাতে গ্রেফতার করে।

 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বলেন রৌমারীতে ১০৫ পিস ইয়াবা ও ৩ বোতল বিদেশি মদসহ ৩ জন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে রৌমারী থানা পুলিশ । উক্ত বিষয়ে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে কুড়িগ্রাম জেলা পুলিশের আইনি কার্যক্রম অব্যহত আছে। আমরা সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করি।