বৃহস্পতিবার, ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের, কুষ্টিয়ায় ট্রাকচাপায় মৃত্যু

মোঃ আরিফুল ইসলাম কুষ্টিয়া প্রতিনিধি:

ঈদে বাড়ি ফেরা হলো না মা-ছেলের, কুষ্টিয়ায় ট্রাকচাপায় মৃত্যু

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন মা ও ছেলে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস এলাকায় বালুবোঝাই ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলে নিহত হন।

নিহতরা হলেন কুষ্টিয়া শহরের গোসালা সড়কের বাসিন্দা ইতি খাতুন (২৬) ও তার আড়াই বছরের ছেলে আহনাফ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আহনাফের বাবা আবদুল কাদের, যিনি বগুড়ার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আবদুল কাদের মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে কুষ্টিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রায় দেড়শ কিলোমিটার পথ পেরিয়ে বাড়ি থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে আসতেই ত্রিমোহনী বাইপাস মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। ঠিক তখনই পেছন থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়।

ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত আবদুল কাদেরকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, ট্রাকের ধাক্কায় এক নারী ও এক শিশু নিহত হয়েছেন। গুরুতর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা ঈদের ছুটিতে বগুড়া থেকে কুষ্টিয়ায় ফিরছিলেন। দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে শনাক্ত করতে কাজ চলছে।

মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসে