মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

পশ্চিম সুন্দরবন থেকে ফাঁদে আটক জীবিত হরিণ উদ্ধার

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শিকারীদের পাতা ফাঁদে আটকে থাকা জীবিত হরিণ উদ্ধার করার দৃশ্য।

পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জর আওতায় শিকারী চক্রের পাতা ফাঁদ থেকে শনিবার (২২ মার্চ)দুপুরে একটি জীবিত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা। নিয়মিত টহলের সময় সুন্দরবনের ক্যানমারী খালের পাশ্ববর্তী বন থেকে ফাঁদে আটকে থাকা অবস্থায় হরিণটিকে উদ্ধার করা হয়। এসময় উক্ত খাল থেকে একটি ডিঙি নৌকাও জব্দ করা হয়।

 

আরও পড়ুন:

তাকে গ্রেপ্তার করা হলে তীব্র আন্দোলন গড়ে উঠবে বলে হুশিয়ারি জিএম কাদেরের

ঝালকাঠি জেলা বিএনপির পক্ষ থেকে ডাঃ জিয়া উদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা

আওয়ামী লীগ আর কোনদিন রাজনীতি করতে পারবে নাঃ রফিকুল ইসলাম জামাল

 

সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন অফিসার মোঃ জিয়াউর রহমান জানান তাদের কাঠেশ্বর বন টহল ফাঁড়ির সদস্যরা নিয়মিত টহলে ছিলেন। একপর্যায়ে দুপুরের দিকে তারা ক্যানমারী খালের মধ্যে একটি নৌকা দেখতে পেয়ে সে এলাকায় তল্লাশী শুরু করে।

তবে শিকারী চক্রের সদস্যদের খোঁজ না মিললেও তাদের পেতে রাখা ফাঁদে আটক একটি বড় আকৃতির মেয়ে হরিণ উদ্ধার করা হয়। পরবর্তীতে বুড়িগোয়ালীনি স্টেশন এলাকায় নিয়ে উক্ত হরিণকে অবমুক্ত করা হয়েছে। এসময় বেশকিছু ফাঁদ জব্দ করা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।