
পটুয়াখালীতে ইফতার ও দোয়া মাহফিলে গন অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর বলেছেন, আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে একটি ফ্যাসিস্ট ও রাজনৈতিক দল, সকল দলের প্রচেষ্টায় সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পটুয়াখালীতে একটা সুন্দর ও সম্প্রতি রাজনৈতিক প্রতিষ্ঠিত হোক সেই প্রত্যাশা করি, আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি বিপদশেষে আল্লাহকে ভুলে যায়, আগে রাষ্ট্র সংস্কার ও জন আকাঙ্খা পূর্ণ করতে হবে পরে নির্বাচনের কথা ভাবতে হবে। ২৪ মার্চ সোমবার বিকেলে পটুয়াখালী শহরের জেলা পরিষদ শিশু পার্কে দোয়া ও ইফতার মাহফিলে গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তিনি বলেন, কোন বিশেষ রাজনৈতিক দলের প্রতি গুরুত্ব না দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর দিতে হবে। জনগনের ক্ষোভ বাড়ছে। প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে সেদিকে লক্ষ্য রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান তিনি। গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহবায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক জহির মুন্নার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উচ্চতর পরিষদ সদস্য ও অর্থ সম্পাদক কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিম, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের কৃষি বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. হাফিজুর রহমান, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রোমান, সহ- সভাপতি মহিববুল্লাহ এ্যানি, সাধারন সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারন সম্পাদক রুবেল মাহমুদ, সদর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মো. মহসীন মৃধা প্রমুখ