ব্রেকিং নিউজ

ইংল্যান্ডের সাথে লড়াই করে হারল বাংলাদেশ

ইংল্যান্ডের সাথে লড়াই করে হারল বাংলাদেশ

ছবি: ইএসপিএন

Advertisement

ইংল্যান্ড ইনিংসের ৩০তম ওভারের তৃতীয় বলে সানজিদা আহমেদ মেঘলা ইংলিশ ব্যাটার অ্যালিস ক্যাপসিকে লেগ বিফোরের ফাঁদে ফেলতেই উচ্ছ্বাসে ভাসে বাংলাদেশ দল। তখন ইংল্যান্ডের সংগ্রহ ১০৩ রানে ৬ উইকেট। জয়ের জন্য প্রয়োজন আরও ৭৬ রান, আর বাংলাদেশের দরকার মাত্র ৪ উইকেট।

কিন্তু জয়ের এমন সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে বাংলাদেশ। তিনে নেমে দলকে একাই টেনে তোলেন হিদার নাইট। ১১১ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে ৪ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি। সপ্তম উইকেটে চার্লি ডিনকে (২৭*) সঙ্গে নিয়ে গড়ে তোলেন ৭৯ রানের অবিচ্ছিন্ন জুটি, যা নিশ্চিত করে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস জয়।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন স্পিনার ফাহিমা খাতুন। তাঁর ঘূর্ণিতে বিপর্যস্ত হয় ইংলিশ ব্যাটিং লাইনআপ—১০ ওভারে মাত্র ১৬ রান খরচায় শিকার করেন ৩ উইকেট। পেসার মারুফা আক্তারও ছিলেন কার্যকর; ৫ ওভারে ২৮ রান দিয়ে নেন ২ উইকেট। তবে শেষ পর্যন্ত তাদের বোলিং নৈপুণ্য দলকে জয়ের দেখা এনে দিতে পারেনি।

Advertisement

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের মূল ভরসা ছিলেন চারে নামা সোবহানা মুশতারি, যিনি খেলেন ৬০ রানের দায়িত্বশীল ইনিংস। লোয়ার অর্ডারে রাবেয়া খানের অপরাজিত ৪৩ রানে ভর করে দলটি ১৭৮ রানে পৌঁছায়।

ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন সোফি একেলস্টোন। লিনসে স্মিথ, চার্লি ডিন এবং অ্যালিস ক্যাপসি শিকার করেন ২টি করে উইকেট।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×