ব্রেকিং নিউজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি নির্বাচিত আমিনুল ইসলাম বুলবুল

আমিনুল ইসলাম বুলবুল, ছবি: সংগৃহীত

Advertisement

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজধানীর এক পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ।

এদিন জেলা ও বিভাগীয় ক্যাটাগরি থেকে পরিচালক পদে নির্বাচিত হন বুলবুল। পরবর্তীতে সভাপতি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন তিনি।

নির্বাচন কমিশনারের ঘোষণায় জানা গেছে, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী তিনটি ক্যাটাগরি থেকে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে আরও দু’জন পরিচালক মনোনীত হয়েছেন।

Advertisement

ক্যাটাগরি-১ (জেলা ও বিভাগ):

ঢাকা বিভাগ থেকে নাজমুল আবেদিন ফাহিম ও আমিনুল ইসলাম বুলবুল,

চট্টগ্রাম থেকে আহসান ইকবাল চৌধুরি ও আসিফ আকবর,

খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলি খান,

Advertisement

বরিশাল থেকে সাখাওয়াত হোসেন,

সিলেট থেকে রাহাত শামস,রাজশাহী থেকে মোখলেসুর রহমান এবং

রংপুর থেকে হাসানুজ্জামান নির্বাচিত হয়েছেন।

ক্যাটাগরি-২ (ঢাকার ক্লাব):

এই ক্যাটাগরি থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন— ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু, ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

ক্যাটাগরি-৩ (সাবেক ক্রিকেটার ও প্রতিষ্ঠান):

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মনোনীত কাউন্সিলর দেবব্রত পালকে পরাজিত করে নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের উইকেটকিপার-ব্যাটার খালেদ মাসুদ পাইলট।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত:

Advertisement

এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×