ব্রেকিং নিউজ

নিজের ফর্ম নিয়ে ভাবছেন না জাকির

নিজের ফর্ম নিয়ে ভাবছেন না জাকির

জাকির আলি অনিক, ছবি: সংগৃহীত

Advertisement

হার্ড হিটার তকমা পেলেও লম্বা সময় ধরে ফর্মহীনতায় ভুগছেন জাকের আলী অনিক। শেষ ১০ ইনিংসে কেবল দুটি ইনিংসে ৩০ রানের গণ্ডি পেরিয়েছেন তিনি। এ সময় ছক্কা এসেছে মাত্র দুটি। রান তোলার গতি, গুরুত্বপূর্ণ সময়ে ব্যাটিং এবং আউট হওয়ার ধরন—সব মিলিয়ে সমালোচনার তোপে রয়েছেন এই ব্যাটার।

তবে জাকের এসব সমালোচনায় কান দিচ্ছেন না। মনোযোগ রাখছেন নিজের কাজে। এশিয়া কাপে ছয় ইনিংসে তার রান যথাক্রমে ০*, ৪১*, ১২*, ৯, ৪ ও ৫।

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচে করেছেন ৬, ৩২ ও ১০ রান। পরিসংখ্যান স্পষ্ট—সময়টা তার জন্য সহজ নয়। জাকেরও তা স্বীকার করছেন, চেষ্টা করছেন পরিস্থিতি বদলানোর।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×