Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

ফাইনাল সহ একই টুর্নামেন্টে ভারতের কাছে ৩ বার হারল পাকিস্তান

ফাইনাল সহ একই টুর্নামেন্টে ভারতের কাছে ৩ বার হারল পাকিস্তান

ছবি: সংগৃহীত

Advertisement

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার (২৮ সেপ্টেম্বর) জমজমাট ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে নবমবারের মতো এশিয়া কাপ শিরোপা জিতেছে ভারত। টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে তারা তৃতীয়বারের মতো হারাল।

টসে জিতে ফিল্ডিং নেওয়া ভারতের সামনে দারুণ সূচনা করে পাকিস্তান। পাওয়ারপ্লে শেষে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে জমা করে ৪৫ রান। ওপেনার সাহেবজাদা ফারহান তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম টি-টোয়েন্টি অর্ধশতক। তবে ভরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফেরেন তিনি। সেই উইকেটের পরই ভাঙতে শুরু করে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।

১২ ওভারে ১০৭/১ থেকে ১৬ ওভারে ৫ উইকেট হারায় পাকিস্তান। কুলদীপ যাদব এক ওভারে তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচ পুরোপুরি ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত তিনি ৪ ওভারে ৩০ রানে নেন চার উইকেট। জসপ্রীত বুমরাহ শেষের দুটি উইকেট নিলে ১৯.১ ওভারে পাকিস্তান অলআউট হয়ে যায় ১৪৬ রানে। দলের শীর্ষ তিন ব্যাটার ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ভারতের স্পিনাররাই নিয়েছেন ১০ উইকেটের মধ্যে আটটি।

Advertisement

১৪৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে ভারতের শুরুটা ছিল বিপর্যস্ত। প্রথম চার ওভারে তারা হারায় তিন উইকেট। তবে তিলক ভার্মা ও সঞ্জু স্যামসনের ৫০ বলে ৫৭ রানের জুটি দলকে সামলে তোলে। স্যামসন ফিরলেও শিবম দুবের সঙ্গে মিলে জয়ের পথে নিয়ে যান তিলক।

হ্যারিস রউফের এক ওভারেই আসে ১৭ রান, সেখান থেকেই ম্যাচ পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। ৫৩ বলে ৬৯ রানের অসাধারণ ইনিংস খেলে অপরাজিত থাকেন তিলক। রিঙ্কু সিং টুর্নামেন্টে প্রথম বল খেলেই বাউন্ডারি হাঁকিয়ে জয় নিশ্চিত করেন।

এই জয়ে ভারত আবারও প্রমাণ করল এশিয়ান ক্রিকেটে তাদের আধিপত্য।


Advertisement

পাকিস্তানি স্পোর্টস গণমাধ্যম News Now থেকে অনুবাদকৃত সংবাদ।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×