ব্রেকিং নিউজ

পরবর্তী ব্যালন ডি’অর কার হাতে উঠছে?

পরবর্তী ব্যালন ডি’অর কার হাতে উঠছে?

উসমান দেম্বলে, ছবি: সংগৃহীত

Advertisement

পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে বড় দাবিদার হিসেবে এগিয়ে আছেন। বার্সেলোনার তরুণ প্রতিভা লামিন ইয়ামালকে টপকে মর্যাদাপূর্ণ এই শিরোপা জয়ের অপেক্ষায় তিনি।

অন্যদিকে নারীদের বিভাগে টানা তৃতীয়বারের মতো শীর্ষ পুরস্কার জিততে পারেন বার্সেলোনা ও স্পেনের তারকা এইতানা বোনমাতি।

সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শার্লেতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হবে এ বছরের বিজয়ীদের নাম। লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দীর্ঘদিনের আধিপত্য ভেঙে এখন উঠে আসছেন নতুন প্রজন্মের তারকারা।

Advertisement

২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত মেসি-রোনালদো মিলেই জিতেছেন মোট ১৩টি ব্যালন ডি’অর। তবে গত বছর স্পেনকে ইউরো ২০২৪ জেতানো ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রড্রি সেরা হন। এবার অবশ্য ইনজুরির কারণে তিনি প্রতিযোগিতা থেকে ছিটকে গেছেন। সেই সুযোগে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ২৮ বছর বয়সী দেম্বেলে।

বিশেষ করে পিএসজির ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে দেম্বেলের অবদান ছিল অনস্বীকার্য। ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে শিরোপা জেতা পিএসজির ৯ জন খেলোয়াড়ই এবার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন। তবে ৩৫ গোল করে দুর্দান্ত মৌসুম কাটানো দেম্বেলেই আছেন সবার উপরে। এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর পিএসজির আক্রমণভাগের দায়িত্ব মূলত তিনিই সামলান। তার নৈপুণ্যে ঘরোয়া লিগের শিরোপা ছাড়াও ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেলেছে দলটি।

যদিও ঝড়ের কারণে মার্সেইয়ের বিপক্ষে পিএসজির ম্যাচ স্থগিত হওয়ায় বেশিরভাগ খেলোয়াড় অনুষ্ঠানে থাকতে পারবেন না, তবে ইনজুরির কারণে খেলা থেকে বাইরে থাকা দেম্বেলে আজ রাতেই থাকবেন প্যারিসে।

অন্যদিকে, মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার হয়ে আলো ছড়াচ্ছেন ইয়ামাল। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ১৮ গোল এবং দলের হয়ে জিতেছেন লা লিগা ও কোপা দেল রে। গত বছর ব্যালন ডি’অরে অনূর্ধ্ব-২১ ক্যাটাগরিতে তিনি জিতেছিলেন কপা ট্রফি। তাকে ইতোমধ্যেই মেসির উত্তরসূরী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Advertisement

নারী বিভাগে এবারও অপ্রতিরোধ্য বোনমাতি। জুলাইয়ে নারী ইউরোতে সেরা খেলোয়াড় হন তিনি। যদিও ফাইনালে ইংল্যান্ডের কাছে স্পেন হেরে যায়। তার ক্লাব বার্সেলোনাও মে মাসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনালের কাছে পরাজিত হয়।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×