Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

বার্সার সামনে উড়ে গেলো নিউক্যাসেল, রাশফোর্ডের জোড়া গোল

বার্সার সামনে উড়ে গেলো নিউক্যাসেল, রাশফোর্ডের জোড়া গোল

ছবি: সংগৃহীত

Advertisement

চলতি মৌসুমেই ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন মার্কাস রাশফোর্ড। এর আগে পুরো ক্যারিয়ারজুড়ে খেলেছেন ইংল্যান্ডেই। কাকতালীয়ভাবে সেই ইংল্যান্ডের মাটিতেই বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগ অভিষেক হলো তার। শুধু অভিষেকই নয়, করলেন জোড়া গোল; দলকেও উপহার দিলেন দুর্দান্ত জয়। তার নৈপুণ্যেই নিউক্যাসলকে ২-১ গোলে হারিয়ে টুর্নামেন্ট শুরু করল হানসি ফ্লিকের দল।

সেন্ট জেমস পার্কে এই ম্যাচে বার্সা নামেছিল তাদের প্রধান তারকা লামিন ইয়ামালকে ছাড়া। তাকে ছাড়া শুরুর দিকে বেশ ভুগতে হয় কাতালান ক্লাবকে। নিউক্যাসলের হাইপ্রেসের সামনে ইয়ামালের মতো একজন যিনি একা হাতে প্রতিপক্ষের ডিফেন্ডারদের ব্যস্ত রাখতে পারেন তাকে ভীষণ মিস করেছে সফরকারীরা।

তবে ধীরে ধীরে তাল খুঁজে নেয় পাঁচবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। ৫৮ মিনিটে জুলস কুন্দের ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন রাশফোর্ড। অথচ এর আগে পর্যন্ত বেশ কষ্টেই ছিলেন তিনি। আরও কিছুক্ষণ গোলশূন্য থাকলে হয়তো ফ্লিক বদল করে তুলেও নিতেন তাকে। কিন্তু সব সন্দেহ উড়িয়ে দিয়ে কিছুক্ষণ পরেই বক্সের বাইরে থেকে আগুনে শটে করেন নিজের দ্বিতীয় গোল।

Advertisement

পুরো ম্যাচজুড়ে নিউক্যাসলের আক্রমণ ঠেকাতে সামনে থেকে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন বার্সার নতুন গোলরক্ষক হোয়ান গার্সিয়া। লক্ষ্যভেদী ছয়টি শটের মধ্যে পাঁচটিই ঠেকান তিনি। তবে শেষ মুহূর্তে আর রক্ষা করতে পারেননি। ৯০ মিনিটে জ্যাকব মারফির নিচু ক্রস থেকে গোল করেন অ্যান্থনি গর্ডন। কিন্তু ততক্ষণে আর কিছু করার ছিল না স্বাগতিকদের। জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×