অলিম্পিক ভিলেজকে 'মনোমুগ্ধকর' বললেন কির্স্টি কোভার্নি
ভিলেজ পরিদর্শন শেষে কির্স্টি কোভার্নি, ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)-এর প্রেসিডেন্ট কির্স্টি কোভার্নি মিলান ২০২৬ সালের শীতকালীন অলিম্পিক ভিলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে ভিলেজের ভূয়সী প্রশংসা করেন কোভার্নি। তিনি বলেন, ভিলেজটি এতই সুন্দর যে নিজেও শীতকালীন ক্রীড়াবিদ হতে আগ্রহী হয়েছেন।
জিম্বাবুয়ের দুইবারের অলিম্পিক স্বর্ণপদকজয়ী সাঁতারু এবং আইওসি-এর প্রথম নারী প্রধান কোভার্নি পোর্টা রোমানা এলাকায় অবস্থিত ভিলেজটি ঘুরে দেখেন, যেখানে গেমস চলাকালীন প্রায় ১,৪০০ ক্রীড়াবিদ থাকবেন। তিনি বলেন, "রুমগুলো অসাধারণ, জিম, ডাইনিং হল সবকিছুই ইতিহাস, সংস্কৃতি এবং আবেগের সঙ্গে মিশে আছে, যা ইতালির জন্য পরিচিত।"
প্রকল্পটি এক প্রাক্তন রেলওয়ে প্রাঙ্গণকে পুনর্বিন্যাস করে তৈরি করা হয়েছে। অলিম্পিক শেষে ভিলেজটি ছাত্রাবাসে রূপান্তরিত হবে। ইতালির দুই শহর মিলান ও কর্টিনা দ্যাম্পেজো এ ৬ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যৌথভাবে শীতকালীন এই অলিম্পিক আয়োজন করবে।
কোভার্নি স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রকল্পে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, "আপনাদের অবশ্যই গর্বিত হওয়া উচিত, কারণ এটি সত্যিই একটি চমৎকার ভেন্যু।"