Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

এমবাপ্পের নৈপুণ্যে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়াল মাদ্রিদের

এমবাপ্পের নৈপুণ্যে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ছবি: সংগৃহীত

Advertisement

কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাবেউয়ে ২-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্শেইকে। পুরো ম্যাচে আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। 

শুরুর দিকে ম্যাচে এগিয়ে যায় অতিথি মার্শেই। রিয়ালের আর্দা গুলারের পা থেকে বল ছিনিয়ে নেন মেসন গ্রিনউড। এরপর চমৎকার পাস বাড়ান টিমোথি উইয়াহকে। ঠান্ডা মাথায় কোরতোয়ার পাশ কাটিয়ে বল জালে জড়ান তিনি। মার্শেই জার্সিতে সেটিই ছিল তার প্রথম গোল।

গোল হজমের পর একের পর এক আক্রমণ চালালেও প্রথমার্ধে জাল খুঁজে পায়নি রিয়াল। শেষ পর্যন্ত রদ্রিগো গোয়েসকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। সেখান থেকে শট নিয়ে গোল করেন এমবাপ্পে।

Advertisement

দ্বিতীয়ার্ধে পাল্টা লড়াইয়ে নামে মার্শেই। প্রথমার্ধে এগিয়ে থাকা মার্শেই দ্বিতীয়ার্ধে দারুণ শুরু করে। তবে পিয়েরে এমেরিক অবামেয়াং প্রচেষ্টা সফল হতে দেননি মাদ্রিদ গোল রক্ষক কোরতোয়া। একাধিকবার গোল করতে ব্যর্থ হন তারা।

তবে ম্যাচের রঙ বদলে যায় দানি কারভাহালের কারণে। মার্শেই গোলরক্ষক জেরোনিমো রুইয়ির সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে মাথা ঠেকিয়ে বসেন তিনি। ফলে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় এই ডিফেন্ডারকে। ১০ জনের দলে পরিণত হয় রিয়াল।

কিন্তু নাটক তখনও বাকি ছিল। ভিনিসিয়ুস জুনিয়রকে থামাতে গিয়ে ডিফেন্ডার ফাকুন্ডো মেদিনার হাতে বল লাগে বলে মনে করেন রেফারি। বাঁশি বাজে পেনাল্টির। সেখান থেকে আবারও গোল করেন এমবাপ্পে।

শেষ পর্যন্ত তার সেই গোলেই জয় নিশ্চিত হয় রিয়ালের। নতুন কোচ জাবি আলোনসোর জন্য ইউরোপীয় মঞ্চে এটি ছিল অভিষেক ম্যাচ। জয় দিয়েই সূচনা করলেন তিনি। পূর্ণ তিন পয়েন্ট নিয়ে শুভ সূচনা হলো রিয়ালের নতুন মৌসুমের ইউরোপীয় অভিযাত্রার।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×