ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের লড়াই শুরু হচ্ছে আজ থেকে
ছবি: সংগৃহীত
নতুন ফরম্যাটেই চ্যাম্পিয়নস লিগ ফিরেছে নাটকীয়তা আর চমক নিয়ে। গত মৌসুমে প্রথমবার শিরোপা জেতা পিএসজি ফাইনালে ৫-০ ব্যবধানে বিধ্বস্ত করে ইন্টার মিলানকে। ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানের জয় পেয়েও, ফরাসী জায়ান্টদের টুর্নামেন্ট শুরুটা হয়েছিলো একদম বাজে ভাবে। চলতি মৌসুমে তাই ইউরোপীয়ান শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে উসমান ডেম্বলেদের।
গ্রুপপর্ব বাদ দিয়ে আনা লিগ ফরম্যাটে প্রতিটি ম্যাচেই লড়াই জমে ওঠে। রিয়াল মাদ্রিদ, ম্যানসিটি, পিএসজি সবাইকে ঘাম ঝরাতে হয়েছে নকআউটে উঠতে। আট ভিন্ন প্রতিপক্ষের বিপক্ষে একবার করে খেলার নিয়মটা এইবার ব্যতিক্রম। পাশাপাশি বেড়েছে ম্যাচের সংখ্যা।ছোট দলগুলোরও মিলছে সুযোগ গতবার ব্রুগা পৌঁছেছিল প্লে-অফে খেলার।
আজ রাতেই মাঠে গড়াচ্ছে নতুন আসর। বাংলাদেশ সময় রাত ১০:৪৫-এ আর্সেনালের মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও (সান মামেসে)। রাত ১টায় বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ খেলবে মার্সেইয়ের বিপক্ষে। একই সময়ে তুরিনে জুভেন্টাস–ডর্টমুন্ডের লড়াই এবং লন্ডনে টটেনহ্যাম–ভিয়ারিয়াল ম্যাচও।