রাঙামাটিতে আপিল বিভাগের বিচারপতির আগমন
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এস. এম. এমদাদুল হক আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলায় পৌঁছান। তাঁর এ আগমনকে কেন্দ্র করে জেলার প্রশাসন ও স্থানীয় মহলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
রাঙামাটিতে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। পরে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রাঙামাটি সার্কিট হাউসে জেলা পুলিশের চৌকস দল মাননীয় বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আইনজীবী সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সংক্ষিপ্ত এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় সৌজন্য বৈঠক।
বিচারপতির এ সফরকে রাঙামাটি পার্বত্য জেলার মানুষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনও সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে।