Site Logo | শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

রাঙামাটিতে আপিল বিভাগের বিচারপতির আগমন

রাঙামাটিতে আপিল বিভাগের বিচারপতির আগমন
Advertisement

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মাননীয় বিচারপতি জনাব এস. এম. এমদাদুল হক আজ বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলায় পৌঁছান। তাঁর এ আগমনকে কেন্দ্র করে জেলার প্রশাসন ও স্থানীয় মহলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

রাঙামাটিতে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক স্বাগত জানান পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন। পরে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে রাঙামাটি সার্কিট হাউসে জেলা পুলিশের চৌকস দল মাননীয় বিচারপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় জেলার ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, আইনজীবী সমাজের প্রতিনিধিসহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতে সংক্ষিপ্ত এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হয় সৌজন্য বৈঠক।

বিচারপতির এ সফরকে রাঙামাটি পার্বত্য জেলার মানুষ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখছেন। স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনও সফর সফল করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে।

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×