Site Logo | সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ

রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন যাত্রা।

রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন যাত্রা।
Advertisement

স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অঙ্গীকার এ স্লোগানকে সামনে রেখে পার্বত্য জেলা রাঙামাটিতে নেক্সেন ডায়মন্ড টিমের নতুন অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার  সকালে শহরের রাজবাড়ী এলাকায় এই রঙিন আয়োজন অনুষ্ঠিত হয়। নীল-সাদা বেলুনে সজ্জিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা, উদ্যোক্তা, নারী নেতৃত্ব এবং তরুণ প্রজন্মের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এডভোকেট পারভীন আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রোকসানা পারভীন (লেকচারার) ও এডভোকেট গফুর বাদসা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এটি কেবল একটি অফিস নয় এটি স্বপ্নপূরণের নতুন মাইলফলক।তারা একসাথে কাজ করার মানসিকতা, সততা, নিষ্ঠা এবং পারস্পরিক সহযোগিতাকে সফলতার মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করেন।

Advertisement

নেক্সেন ডায়মন্ড টিমের উদ্যোক্তারা জানান, রাঙামাটির তরুণ সমাজকে কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও নেটওয়ার্ক গঠনের মাধ্যমে আত্মনির্ভরশীল করার পরিকল্পনা নিয়েই তাদের এই কার্যক্রম। স্থানীয় পর্যায়ে উদ্যোগ ও ব্যবসার নতুন সম্ভাবনা তৈরির লক্ষ্যে এ অফিস কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
এক অনুপ্রেরণামূলক বক্তব্যে সভাপতি এডভোকেট পারভীন আক্তার বলেন, আমাদের শক্তি হলো মানুষের আস্থা ও দোয়া। এ অফিস থেকে গড়ে উঠবে সাফল্যের নতুন গল্প। আসুন সততা ও নিষ্ঠার সাথে সবাই একসাথে কাজ করি, এই স্বপ্নকে সফলতায় রূপ দিই।

অন্যদিকে প্রধান অতিথি অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, রাঙামাটিতে এমন উদ্যোগ তরুণদের জন্য নতুন সম্ভাবনা উন্মোচন করবে। শুধু ব্যবসায় নয়, সামাজিক দায়িত্ববোধ নিয়েও এগোতে হবে তাহলেই টেকসই সাফল্য আসবে।

অনুষ্ঠানে  ফুলের শুভেচ্ছায় নতুন যাত্রার সূচনা করেন। শেষে দোয়া ও আশীর্বাদের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।

স্থানীয় তরুণদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচি নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের নেটওয়ার্ক তৈরি রাঙামাটি থেকে শুরু করে ধীরে ধীরে সারাদেশে বিস্তার আয়োজকদের প্রত্যাশা এই উদ্যোগ রাঙামাটির অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে নতুন দিগন্ত উন্মোচন করবে

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×