টানা ৫ দিন বৃষ্টি হওয়ার তীব্র সম্ভাবনা
ছবি: সংগৃহীত
আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমবে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, উড়িষ্যা ও আশপাশের স্থল নিম্নচাপ দুর্বল হয়ে ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করছে, যা আরও দুর্বল হবে। এর প্রভাবে রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণও হতে পারে।
রোববারও একই ধরনের আবহাওয়া থাকবে, বিশেষত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনায় বেশি বৃষ্টি হতে পারে। সোমবার চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। মঙ্গলবার দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে সামান্য ওঠানামা করতে পারে।