রাঙ্গামাটি পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
ছবি: আবাসন নিউজ২৪.কম
মোঃ কামরুল ইসলাম
রাংগামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি, ২৯ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙ্গামাটি জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন এবং পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এই উদ্যোগ রাঙ্গামাটিকে একটি 'সম্প্রীতির মডেল জেলা' হিসেবে গড়ে তোলার পুলিশের অঙ্গীকারকেই তুলে ধরে।
'রাঙ্গামাটি আমাদের সবার পুলিশ সুপারের বার্তা
সভার সভাপতি ও রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয় তাঁর বক্তব্যে স্থানীয় জনসম্প্রীতির ওপর জোর দেন। তিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, “রাঙ্গামাটি আমাদের সবার। এখানে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই, আছে কেবল রাঙ্গামাটিবাসী।
এসপি ড. ফরহাদ হোসেন বলেন, সাধারণ জনগণ এবং পরিবহন শ্রমিকেরা পুলিশকে সহযোগিতা করলে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, কোনো গুজব বা উস্কানি এখানকার দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ভাঙতে পারবে না। রাঙ্গামাটি জেলা পুলিশ এই সম্প্রীতি রক্ষায় সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।
সম্প্রীতি রক্ষায় জনসাধারণের সহযোগিতা কামনা
পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ, যারা প্রতিদিন হাজারো মানুষের সংস্পর্শে আসেন, তাদের প্রতি পুলিশ সুপার বিশেষ আহ্বান জানান। তিনি বলেন, পরিবহন খাত জনগণের সঙ্গে সরাসরি যুক্ত এবং এটি সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। তাই যেকোনো প্রকার গুজব বা সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে তথ্য পেলে দেরি না করে সাথে সাথে রাঙ্গামাটি জেলা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ করেন। দ্রুত তথ্যের আদান-প্রদান শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে অত্যন্ত জরুরি।
সভায় উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ
সভায় পুলিশ সুপার মহোদয়ের পাশাপাশি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয় এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন। তাদের উপস্থিতি প্রমাণ করে যে সম্প্রীতি রক্ষা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার এই প্রচেষ্টায় জেলার সকল স্তরের পুলিশ কর্মকর্তারা ঐক্যবদ্ধ।
পরিবহন শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের এই সরাসরি আলোচনা পারস্পরিক আস্থা ও যোগাযোগ আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং সমাজের প্রতিটি স্তরে সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলাই এই সভার মূল লক্ষ্য। পুলিশ সুপারের দৃঢ় আশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাঙ্গামাটি খুব শীঘ্রই বাংলাদেশের সম্প্রীতির মডেল জেলা হিসেবে সারা দেশের সামনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।