ব্রেকিং নিউজ

শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভা

শ্যামনগরে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভা

শ্যামনগরে আদি যমুনা বাঁচাও আন্দোলন কমিটির সভা।

Advertisement

রনজিৎ বর্মন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি:

রবিবার(২৮ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরার  শ্যামনগর উপজেলায় প্রগতির কার্যালয়ে আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির সভা অনুষ্ঠিত হয়।

Advertisement

প্রগতির সভাপতি সাবেক অধ্যাপক শাহানা হামিদের সভাপতিত্বে সভায় আদি যমুনা নদীর ইতিহাস ও যমুনা নদীর গুরুত্ব তুলে স্বাগত বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ ও আদি যমুনা নদী বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব আশেক ই এলাহী।

সভায় যমুনা নদীর প্রবাহমানরাখা, বর্জ্য অপসারণ, সড়ক ও জনপদ বিভাগের চলমান সাতক্ষীরা -ভেটখালী সড়ক নির্মান কালে শ্যামনগর সদরে মহা শশ্মানের পশ্চিম ধার ও টিএন্ড টির সামনে যমুনা সংযোগ করতে ব্রীজ নির্মান, সড়কের সদরের মিঠা চন্ডিপুর এলাকার কালভাট ভেঙ্গে নদী প্রসস্ত অনুযায়ী করা এবং আদি যমুনা নদী সংলগ্ন সকল সংযোগ খাল উম্মুক্ত করে জলাবদ্ধতা নিরসনের দাবী জানিয়ে বক্তব্য রাখেন সাবেক উপাধ্যক্ষ মো নাজিমুদ্দীন, মুক্তিযুদ্ধের সংগঠক শেখ হারুন অর রশীদ,

সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গনি, বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, অধ্যাপক আবু সাঈদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, এড. মুনসুর রহমান, সিডিওর পরিচালক গাজী আল ইমরান,অধ্যাপক দেব প্রসাদ, ব্রেকিং দ্যা সাইলেন্স এর উপজেলা সমন্বয়কারী মিরাজ উদ্দীন, রূপান্তরের উপজেলা প্রধান আলম চেীধুরী,  বারসিকের এরিয়া সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, সাংবাদিক এস কে সিরাজ, বারসিক কর্মকর্তা  মিলন প্রমুখ। 


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×