ব্রেকিং নিউজ

শারদীয় দুর্গোৎসব ঘিরে কুমিল্লায় নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গোৎসব ঘিরে কুমিল্লায় নেওয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

ছবি: সংগৃহীত

Advertisement

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কুমিল্লায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লা পুলিশ লাইনস মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নজির আহমেদ খান এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ তিন ধাপে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে পূজার প্রস্তুতিপর্বে, পূজা চলাকালীন এবং বিসর্জনের সময়। এ সময়ে ৯৫০ পুলিশ সদস্য ছোট ছোট টিমে ভাগ হয়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপে স্ট্যান্ডবাই পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি ডিবির কুইক রেসপন্স টিমও মাঠে কাজ করবে।

Advertisement

পুলিশ সুপার জানান, পূজাকে ঘিরে সার্বক্ষণিক গোয়েন্দা টিম কাজ করবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা অপপ্রচার ঠেকাতে বিশেষ মনিটরিং টিমও সক্রিয় থাকবে। প্রত্যন্ত এলাকার মণ্ডপে পৌঁছতে প্রয়োজনে নৌ-যোগে পুলিশ টহল দেবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পূজা কমিটির সঙ্গে বৈঠক করে কয়েকটি দিকনির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা, বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে জেনারেটর ব্যবহার, এবং মণ্ডপ এলাকায় কোনো ধরনের মেলা না বসানোসহ বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।

শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কাজ করবে। মণ্ডপের নিজস্ব ব্যবস্থাপনায়ও স্বেচ্ছাসেবক দল রাখতে বলা হয়েছে। যানজট নিরসনে সার্বক্ষণিক ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করবে।

এ বছর কুমিল্লার ১৭টি উপজেলায় মোট ৮১৮টি পূজামণ্ডপ স্থাপন হবে। এর মধ্যে ৭৬৫টি প্রতিমা বিসর্জন করা হবে।

Advertisement

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম ও পঙ্কজ বড়ুয়া উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
Loading...
×