ব্রেকিং নিউজ

মক্কার আকাশে বিরল দৃশ্য: কাবা শরীফের ঠিক ওপরে নেমে এলো চাঁদ

মক্কার আকাশে বিরল দৃশ্য: কাবা শরীফের ঠিক ওপরে নেমে এলো চাঁদ

ছবি: সংগৃহীত

Advertisement

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফের আকাশে দেখা গেছে এক বিরল মহাজাগতিক দৃশ্য।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে ক্ষীয়মাণ গিব্বাস চাঁদ কাবার ঠিক ওপরে অবস্থান নেয়, যা উপস্থিত হাজারো মুসল্লিকে মুগ্ধ করে তোলে।

সৌদি জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির প্রধান মাজেদ আবু জাহরা সৌদি প্রেস এজেন্সিকে জানান, এ দৃশ্য চাঁদসহ অন্যান্য মহাজাগতিক বস্তুর গতিপথ নির্ধারণে জ্যোতির্বিজ্ঞানীদের গণনা কতটা নিখুঁত, তারই প্রমাণ। তাঁর মতে, এ ধরনের সঠিক পর্যবেক্ষণ সারা বিশ্বের মুসলিমদের জন্য কিবলা নির্ধারণ আরও সহজ ও নির্ভরযোগ্য করে তুলবে।

Advertisement

তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যায় চাঁদ পৃথিবী থেকে দৃশ্যমান অন্যতম সুন্দর নক্ষত্রপুঞ্জ ‘সেভেন সিস্টার্স’ বা সপ্তর্ষিমণ্ডলের সামনে দিয়ে যাবে। তখন চাঁদ একে একে কয়েকটি নক্ষত্রকে ঢেকে দেবে, যা আরব বিশ্বের অনেক অঞ্চল থেকেই দেখা যাবে।

কাবা শরীফে উপস্থিত মুসল্লিদের জন্য এই দৃশ্য ছিল এক অনন্য আধ্যাত্মিক অভিজ্ঞতা। অন্যদিকে জ্যোতির্বিজ্ঞানীরা এটিকে ব্যবহারিক পরীক্ষা হিসেবে দেখেছেন। তাঁরা তাদের গাণিতিক পূর্বাভাসের সঙ্গে সরাসরি পর্যবেক্ষণের তুলনা করেছেন এবং বিভিন্ন কোণ ও উচ্চতা বিশ্লেষণ করে তাদের গণনার যথার্থতা যাচাইয়ের সুযোগ পেয়েছেন।

ঐতিহাসিকভাবে সূর্য, চাঁদ ও নক্ষত্রের অবস্থান মুসলিম জ্যোতির্বিদ্যায় নামাজের সময় নির্ধারণ ও কিবলার দিক নিরূপণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখনো এই ধরনের মহাজাগতিক ঘটনা যেমন আধ্যাত্মিক আবেগ জাগায়, তেমনি বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রেও বিশেষ তাৎপর্য বহন করে।


Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Loading...
×