ব্রেকিং নিউজ

ঢাকাসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ ১৪ জেলায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানী ঢাকায় রোববার (১৪ সেপ্টেম্বর) ভোর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকাসহ দেশের ১৪ জেলায় বজ্রসহ ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি হতে পারে।

রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা, রংপুর, দিনাজপুর, ফরিদপুর, বগুড়া, ময়মনসিংহ, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Advertisement

এছাড়া সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় ঢাকায় বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।


Advertisement
Advertisement
Advertisement
Loading...
×