প্রকাশের সময়: রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৪ পিএম প্রিন্টের তারিখ: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮ আষাঢ় ১৪৩২

হবিগঞ্জে নতুন কূপের সন্ধান, মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

হবিগঞ্জে নতুন কূপের সন্ধান, মিলবে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

হবিগঞ্জের বাহুবলে রশিদপুর গ্যাসক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের নতুন প্রবাহ ধরা পড়েছে।  ৩ নাম্বার কূপের সংস্কার (ওয়ার্কওভার) কার্যক্রম চালানোর পর এ গ্যাসের সন্ধান পাওয়া গেছে।   

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন রশিদপুর গ্যাসক্ষেত্রের ডিজিএম সুমন বৈদ্য।   

জানা গেছে, ৩ নাম্বারের কূপ থেকে ১০ বছরে ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কূপ থেকে গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে কনডেনসেট পাওয়া যাবে। বর্তমানে বাজারে প্রতি ঘনমিটার এলএনজির দাম ৬৫ টাকা বিবেচনা করলে ওই কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস পাওয়া যাবে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন