প্রকাশের সময়: রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম প্রিন্টের তারিখ: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮ আষাঢ় ১৪৩২

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো, আঘাত হানবে যেখানে

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো, আঘাত হানবে যেখানে
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

ধেয়ে আসছে শক্তিশালী ঝড় কিকো। এটি যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপ অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, হারিকেনটি গতিপথ পরিবর্তন করায় বৃষ্টি এবং ঝোড়ো বাতাস কমবে। খবর সিএনএন

হারিকেন কিকো শনিবার সকাল পর্যন্ত বিগআইল্যান্ড থেকে ১ হাজার কিলোমিটার (১ হাজার ৬০৯ মাইল) দক্ষিণপূর্বে ছিল। এটি আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে উপকূলে আঘাত হানতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়ের ফলে বাতাসের গতিবেগ প্রতি ঘণ্টায় ১৩০ কিলোমিটার। শক্তির দিক থেকে ঝড়টি ক্যাটাগরি ৪ এ অবস্থান করছে।

গত শুক্রবার হাওয়াইয়ের ভারপ্রাপ্ত গভর্নর সিলভিয়া লুকা হারিকেন কিকোর কারণে রাজ্যজুড়ে জরুরি অবস্থা জারি করেন। তবে গতকাল শনিবার হনুলুলুর ন্যাশনাল ওয়েদার সার্ভিসের আবহাওয়াবিদ জোসেফ ক্লার্ক বলেন, সব ধরনের জড়ো হাওয়ার ঝুঁকি কমেছে। তিনি আরও বলেন, ঝড়টি উত্তর দিকে সরে যাওয়ায় দ্বীপপুঞ্জের ওপর সাধারণত স্বাভাবিকের চেয়েও কম বাতাস বইছে।

রোববারের মধ্যে ঝড়টি বিগ আইল্যান্ড এবং মাউইতে আঘাত হানতে পারে। এতে ওই অঞ্চলে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার ঢেউ সৃষ্টি হতে পারে। এতে সমুদ্রসৈকতে ভাঙন দেখা দিতে পারে।


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন