প্রকাশের সময়: শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ পিএম প্রিন্টের তারিখ: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮ আষাঢ় ১৪৩২

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার অভিযোগ, ১২ দলীয় জোটের বিবৃতি

ববি হাজ্জাজকে হত্যাচেষ্টার অভিযোগ, ১২ দলীয় জোটের বিবৃতি
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (এনডিএম) এর চেয়ারম্যান ববি হাজ্জাজকে বোমা মেরে হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ১২ দলীয় জোট। শনিবার (০৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানায় জোট।

বিবৃতিতে নেতারা বলেন, ববি হাজ্জাজসহ গত কয়েক দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বেশ কয়েকজন শীর্ষ নেতৃত্বের ওপর হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। আমরা মনে করি এসব হামলা একই সূত্রে গাঁথা এবং নির্বাচন এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার নীল নকশা বাস্তবায়নের প্রচেষ্টা।

নেতারা বলেন, ববি হাজ্জাজসহ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা নুরুল হক নুর ও খন্দকার লুৎফুর রহমানের ওপর হামলা একই সূত্রে গাঁথা। ফ্যাসিবাদবিরোধী নেতাদের হত্যার চেষ্টা মানে জুলাই আন্দোলনের ওপর আঘাত। এ ব্যাপারে সরকারকে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান ১২ দলীয় জোট নেতারা।

তারা বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য প্রতিবেশী দেশ থেকে গভীর ষড়যন্ত্রে লিপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসররা।

নেতারা বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী ঐক্য সুসংহত ও জোরদার করতে হবে, ঐক্যের কোনো বিকল্প নেই।

বিবৃতিতে স্বাক্ষর করেন ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইউনাইটেড লিবারেল পার্টির চেয়ারম্যান আমিনুল ইসলাম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি এমএ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপির) চেয়ারম্যান ফিরোজ মো. লিটন।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন