প্রকাশের সময়: শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:৪৯ পিএম প্রিন্টের তারিখ: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮ আষাঢ় ১৪৩২

নুরাল পাগলার লাশ পুড়ানোর ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা

নুরাল পাগলার লাশ পুড়ানোর ঘটনায় জামায়াতের তীব্র নিন্দা
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘‘রাজবাড়ীর গোয়ালন্দে নিজেকে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র লাশ কবর থেকে তুলে কথিত ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র লোকজন পুড়িয়ে দিয়েছে। নুরুল হক এখন মৃত; তার জীবদ্দশায় যা কিছু করেছেন তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। কিন্তু এভাবে লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়া ইসলাম অনুমোদন করে না। এ ঘটনার মাধ্যমে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘিত হয়েছে। আমরা এ ঘটনার প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।’’

জামায়াত নেতা অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে জামায়াতে ইসলামীর নাম জড়ানোর চেষ্টা অত্যন্ত দুঃখজনক ও উদ্দেশ্যমূলক। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শভিত্তিক সংগঠন। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করে না। বরং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াত সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করেছে।’

তিনি আরও বলেন, দেশে আইন ও বিচারব্যবস্থা বিদ্যমান। তাই আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের সংশ্লিষ্ট সকল মহলকে উত্তেজনাকর কর্মকাণ্ড থেকে বিরত থেকে শান্তি ও স্থিতিশীলতা রক্ষার আহ্বান জানান।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন