প্রকাশের সময়: শনিবার, ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৩ এএম প্রিন্টের তারিখ: সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮ আষাঢ় ১৪৩২

তিশা-শাকিবের সঙ্গে থাকছে আরও এক নায়িকা

তিশা-শাকিবের সঙ্গে থাকছে আরও এক নায়িকা
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

কিছুদিন আগে ঢাকাই মেগাস্টার শাকিব খান জানান, নির্মাতা সাকিব ফাহাদের নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। চলতি বছরেই আসছে ছবিটি, যার নাম ‘সোলজার’।

এরই মধ্যে শোনা যাচ্ছে, এই সিনেমায় শাকিব খানের সঙ্গে এবার জুটি বাঁধতে যাচ্ছেন দুই নায়িকা। তাদের একজন অভিনেত্রী তানজিন তিশা ও ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খ্যাত জান্নাতুল ফেরদৌস ঐশী। সদ্যই গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছে একটি সংশ্লিষ্ট একটি সূত্র।

সূত্রটি জানিয়েছে, দুজনের সঙ্গেই নাকি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আর আনুষ্ঠানিক চুক্তি শিগগিরই সম্পন্ন হবে।

এদিকে তিশার চলচ্চিত্রে অভিষেকও ঘটছে এই সিনেমার মাধ্যমেই। অন্যদিকে ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’, ‘রাত জাগা ফুল’ ও ‘আদম’ সিনেমায় কাজ করেছেন ঐশি। 

জানা গেছে, সাকিব ফাহাদ পরিচালিত এ সিনেমার শুটিং শুরু হবে চলতি মাসেই। এই সিনেমায় শাকিব খানকে দেখা যাবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক এজেন্ট হিসেবে; যিনি দেশের জন্য একের পর এক দুঃসাহসিক মিশন সম্পন্ন করেন সাফল্যের সঙ্গে। কাহিনিতে বাস্তব ঘটনার ছোঁয়ার পাশাপাশি থাকছে নাটকীয়তা, দেশপ্রেম, আবেগ আর রোমাঞ্চকর অ্যাকশন।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন