প্রকাশের সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ১০:১১ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

বিসিবির নির্বাচন জিতলে কী কী পদক্ষেপ নেবেন, জানালেন তামিম

বিসিবির নির্বাচন জিতলে কী কী পদক্ষেপ নেবেন, জানালেন তামিম
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে এখন সরব ক্রিকেটপাড়া। ক্রিকেটভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা-সমালোচনা। গুঞ্জন রয়েছে, আসন্ন এই নির্বাচনে সভাপতি পদে লড়বেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। যদিও সরাসরি ব্যাপারটি স্বীকার করেননি তিনি, তবে নিশ্চিত করেছেন বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার।

বিসিবির আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারটি নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, ‘যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না তাহলে বলতে পারি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। এখন আমি এটুকুই বলতে চাই যে, আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা রয়েছে।’

নির্বাচন জিতলে দুই কিংবা তিনটি বিষয়ে জোর দিতে চান তামিম ইকবাল। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানোতেই সর্বোচ্চ ফোকাস করতে চান সাবেক এই টাইগার অধিনায়ক। তামিম বলেন, ‘ আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুটি বা তিনটি বিষয়ের ওপর। আমি মনে করি, এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। আপনার কাছে খেলোয়াড়, কোচ সবই আছে। কিন্তু নতুন খেলোয়াড় বের করার অবকাঠামো নেই। যে খেলোয়াড়রা আছে, তাদের উন্নতির জন্য কোনো জায়গাও নেই।’

নির্বাচনে জিতলে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা বাড়ানোতে মনোযোগ দিতে চান তামিম। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে কোনো আলোচনাই শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে ওই সুযোগ-সুবিধা তৈরি করে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য ঠিক থাকে।’


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন