প্রকাশের সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৪৫ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শাস্তির দাবি, সেনাপ্রধানকে স্পষ্ট বক্তব্য দেওয়ার আলটিমেটাম গণ অধিকার পরিষদের

২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের শাস্তির দাবি, সেনাপ্রধানকে স্পষ্ট বক্তব্য দেওয়ার আলটিমেটাম গণ অধিকার পরিষদের
নাজমুল ইসলাম

নাজমুল ইসলাম

ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি

শুক্রবার দিবাগত রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ব্রিফিং করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় তিনি দাবি জানান, নুরুল হক নুরসহ নেতা–কর্মীদের ওপর হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে শনাক্ত করে শাস্তির আওতায় আনতে হবে।


রাশেদ খান বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি—২৪ ঘণ্টার মধ্যে সেনাপ্রধানকে বলতে হবে, এই হামলার নির্দেশনা তিনি দিয়েছেন কি না। স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টাকেও অবস্থান পরিষ্কার করতে হবে। সরকারের নির্দেশনা ছাড়া এমন হামলা কীভাবে সম্ভব?


তিনি জানান, চিকিৎসকেরা বলেছেন নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল নুরুল হককে দেখতে আসেন। রাশেদ খান বলেন, আমাদের শিক্ষক আসিফ নজরুল এখানে এসে প্রশাসনের উচ্চপর্যায়ের সঙ্গে যোগাযোগ করেছেন। কিন্তু যেভাবে নুরুল হকের ওপর হামলা হয়েছে, তা অতীতে কোনো সময় ঘটেছে বলে আমার জানা নেই। সেনা ও পুলিশ বাহিনী একসঙ্গে হামলা চালিয়েছে—এটিও নজিরবিহীন।


গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও বলেন, এবার কিন্তু আমরা একা আন্দোলন করব না। ফ্যাসিবাদবিরোধী সব শক্তি—জুলাইয়ের আন্দোলন, বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, এবি পার্টি—সবাইকে একসঙ্গে নামতে হবে। না হলে একে একে সবার ওপর হামলা চালিয়ে আবারও আরেকটি ১/১১ পরিস্থিতি তৈরি করা হবে।


এবি পার্টির চেয়ারম্যান মজিবর রহমান মঞ্জু নুরুল হকের শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, নুরুল হক গুরুতর সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। সরকারের প্রতি আমাদের দাবি, একটি বিশেষজ্ঞ বোর্ড গঠন করে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তদন্তের জন্য ৬ ঘণ্টাই যথেষ্ট। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের জানাতে হবে কী পদক্ষেপ নেওয়া হলো।


তিনি আরও জানান, আইন উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন। ফলে তারা আশাবাদী যে গণ অধিকার পরিষদের আলটিমেটাম সরকারের কাছে পৌঁছে যাবে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন