প্রকাশের সময়: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ৫:০৬ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশইন

সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশইন
ইশরাত জাহান

ইশরাত জাহান

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার (২৬ জুন) রাতে জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধীন জৈন্তাপুর উপজেলার লালাখাল বিওপির একটি টহল দল বাঘছড়া নামক স্থান থেকে ১৪ রোহিঙ্গাকে আটক করে বলে বিজিবি জানায়।

এদিকে শুক্রবার ভোরে জৈন্তাপুর উপজেলার সীমান্ত মিনাটিলা কেন্দ্রী গ্রামে আরও ১৭ বাংলাদেশি নাগরিককে পুশইন করেছে বিএসএফ।

বিজিবি জানায়, জৈন্তাপুরের লালাখাল সীমান্তে মেইন পিলার ১৩০১ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুশইনকৃত অবস্থায় ১৪ রোহিঙ্গা নাগরিককে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক বলে নিশ্চিত হওয়া গেছে। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৪, মহিলা ৪, ছেলে শিশু ৩ ও মেয়ে শিশু ৩ জন রয়েছে।

সিলেট ব্যাটালিয়ন-৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক কালবেলাকে বলেন, শুক্রবার ৪৮ বিজিবির দায়িত্বাধীন মিনাটিলা বিওপির টহলদল কর্তৃক মেইন পিলার ১২৮২/৮ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ৪ ব্যাটালিয়ন বিএসএফ কর্তৃক পুশইনকৃত ১৭ নাগরিককে আটক করেছে বিজিবি। আটকদের মধ্যে ৫ পুরুষ, ৫ নারী ও ৭ শিশু রয়েছে। তাদের সবার বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে নিশ্চিত হওয়া গেছে।


তিনি আরও বলেন, আটক হওয়া ১৭ জনকে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জকিগঞ্জ ব্যাটালিয়ন-১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুবায়ের আনোয়ার কালবেলাকে বলেন, আটক ১৪ রোহিঙ্গাকে নাম-পরিচয় বিস্তারিত তথ্যাদি সংগ্রহ পূর্বক নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। গত ৫/৬ বছর পূর্বে টেকনাফ ও উখিয়া রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প হতে তারা পালিয়ে ভারতে গিয়েছিল। তাদের পুলিশ পাহারায় কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি সীমান্তে নজরদারি জোরদারসহ পুশইন সংক্রান্ত বিষয়ে ঊর্ধ্বতন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।



সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন