প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:১৭ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’

‘তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে রাজনীতির দৃশ্যপট’
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

সম্প্রতি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশে ফিরেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। তাদের মধ্যে কথা হয়েছে রাজনৈতিক ও সাংগঠনিক বিষয়ে। চ্যানেল 24-এর সঙ্গে সাক্ষাৎকারে তিনি জানান, আগামী নির্বাচন অনেকটাই কঠিন হবে। তাই সংগঠনটির নেতাকর্মীদের আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তারেক রহমান।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। তবে ইনশাআল্লাহ কোনো ষড়যন্ত্রই সফল হবে না। আমাদের চোখ-কান খোলা রেখে কাজ করতে হবে। এছাড়া জেলাভিত্তিক সাংগঠনিক তৎপরতা বাড়াতে এবং নেতারা যেন অসাংগঠনিক কোনো কাজে না জড়ান, সেই বিষয়েও খেয়াল রাখতে বলেছেন তারেক রহমান।

পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় নেতাকর্মীদের কিছু তৎপরতায় প্রশ্নবিদ্ধ হয় দল। এ প্রসঙ্গে তিনি জানান, তারেক রহমান দেশে ফিরলেই পাল্টে যাবে দৃশ্যপট।

তিনি আরও বলেন, পরিসংখ্যান দেখলেই বোঝা যাবে অভিযোগের মাত্রা খুবই কম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। আমি মনে করি ভবিষ্যতে কেউ কোনো অন্যায় করে পার পাবে না।

বলা হয়, হাসিনার সরকারের যুব সংগঠন ছিল অনেকটা নিপীড়কের ভূমিকায়। ক্ষমতায় গেলে কোন পথে হাঁটবে যুবদল? এ প্রশ্নের জবাবে সংগঠনটির শীর্ষ নেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, পেশীশক্তি ব্যবহার করে অন্যায়ে লিপ্ত হলে ছাড় দেওয়া হবে না।

সারা দেশে অচিরেই কমিটি পুনর্গঠনের কাজ জোরদার হবে বলে জানান যুবদল সভাপতি।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন