

ডেস্ক রিপোর্ট।।
আইকিউএয়ার এর সূচক অনুযায়ী বায়ুদূষণে বিশ্বের ১২৬ শহরের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছে আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। যেখানে বাতাসের স্কোর ১৬৩। অন্যদিকে ৮১ স্কোর নিয়ে বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান ১৮ নম্বরে।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য প্রকাশ করা হয়।
আইকিউএয়ার লাইভ বা তাৎক্ষণিকভাবে বাতাসের মানের সূচক প্রকাশ করে। এমনকি একটি শহর কতটা পরিষ্কার বা দূষিত তা মানুষকে জানিয়ে দেয় প্রতিষ্ঠানটি।
আইকিউএয়ারের তথ্য বলছে, এই তালিকার শীর্ষ ২ নম্বরে অবস্থান করছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনের রাজধানী মানামা। ১৫৮ স্কোর নিয়ে শহরটির বাতাসও আজ ‘অস্বাস্থ্যকর’। দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ৩ নম্বরে আছে কাতারের দোহা। শহরটির বাতাসের মানের স্কোর ১৫৬। এই মানও নাগরিকদের জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
অন্যদিকে, তালিকার শীর্ষ ১৮ নম্বরে ৮১ স্কোর নিয়ে রয়েছে রাজধানী ঢাকা। বাতাসের এই মান ‘সহনীয়’ হিসেবে ধরা হয়। এই পরিস্থিতিতে আইকিউএয়ার সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের ঘরের বাইরে গেলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং জানালা বন্ধ রাখার পরামর্শও দিয়েছে।