প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:৪৫ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

সংকটাপন্ন দেশের ৫ ব্যাংক, বিপাকে পোশাক খাত

সংকটাপন্ন দেশের ৫ ব্যাংক, বিপাকে পোশাক খাত
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

তীব্র তারল্য সংকটে থাকা পাঁচটি ব্যাংক রপ্তানিকারকদের প্রত্যাবসিত আয় সময়মতো পরিশোধ করতে পারছে না। এমনকি নতুন এলসি খোলাতেও ব্যর্থ হচ্ছে তারা। এতে তৈরি পোশাক কারখানাগুলো আর্থিক সংকটে পড়ে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে হিমশিম খাচ্ছে, বাড়ছে শ্রমিক অসন্তোষও।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকে এই উদ্বেগ জানায় বিজিএমইএ নেতারা। সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান বলেন, সংকট অব্যাহত থাকলে আন্তর্জাতিক ক্রেতাদের আস্থা কমবে এবং দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে।

বিজিএমইএ নেতারা দ্রুত সমাধান না হলে অনেক প্রতিষ্ঠান রুগ্ণ হয়ে পড়বে বলে আশঙ্কা জানান। এ সময় গভর্নর আশ্বাস দেন, সাময়িকভাবে গ্রাহকদের প্রাপ্য অর্থ প্রদানের ব্যবস্থা করা হবে এবং পরে স্থায়ী সমাধান নেওয়া হবে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন