প্রকাশের সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২:৩৪ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

কিছু শিল্লী একত্রিত হয়ে স্বৈরাচারীর জন্য মায়া কান্না করছে: সেলিমা রহমান

কিছু শিল্লী একত্রিত হয়ে স্বৈরাচারীর জন্য মায়া কান্না করছে: সেলিমা রহমান
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

বিএনপির সিনিয়র নেত্রী ও স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আমাদের কিছু শিল্পী আবার একত্রিত হয়ে স্বৈরাচারীর জন্য মায়াকান্না করছে। আমার দুঃখ এখানেই, এরা হলো শিল্পী সমাজ, যারা সমাজের প্রতিনিধি। যারা সমাজকে সত্য ও সৌন্দর্য শেখান। এই শিল্পী সমাজ থাকবে সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে। কিন্তু আজ দুঃখজনক হলেও সত্যি, আমাদের শিল্পী সমাজের মধ্যে বিভাজন হয়ে গেছে।

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

শিল্পীদের উদ্দেশে করে সেলিমা রহমান বলেন, ৫ আগস্টে যে গণ-অভ্যুত্থান হয়েছিল, সে গণ-অভ্যুত্থানে ছাত্র, যুবক, শ্রমিক, জনতা, নারী-পুরুষ, শিশু সবাই সেদিন নেমে এসেছিল। সবার বুকে আহাজারি ছিল। সেদিন শিশুদের হত্যা করা হয়েছে। আমার ছাত্র ভাইদের হত্যা করা হয়েছে। সেই দোষ, আপনাদের স্বৈরসরকারের। গণ-অভ্যুত্থানের ফলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু আপনারা এখনো ভুলতে পারছেন না। আপনারা ষড়যন্ত্র করছেন।

মানববন্ধনে আরও বক্তৃতা করেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাসরিন সুলতানা, অভিনেতা শিবা শানুসহ অভিনয় শিল্পী, নাট্য শিল্পীরা।


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন