প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৮:৪৩ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি

মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

মালয়েশিয়ার বিদেশি শ্রমিকদের ৩৭ শতাংশই বাংলাদেশি। চলতি বছরের জুনের শেষ পর্যন্ত ৮ লাখের বেশি বাংলাদেশি কাজের অনুমতি পেয়েছে।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৫ আগস্ট পার্লামেন্টে লিখিত জবাবে জানিয়েছে, ২০২২ সালে কোভিড-১৯ মহামারির পর দেশটির সীমান্ত পুনরায় খোলার পর ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেন।

মালয়েশিয়ার দ্য স্টার এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সোমবার পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে এই পরিসংখ্যান তুলে ধরেছে।

সেখানে বলা হয়, ২০২২ সালে কোভিড মহামারির পর মালয়েশিয়া যখন আবার শ্রমবাজার বিদেশিদের জন্য উন্মুক্ত করল, তখন থেকে নতুন ৪৯ হাজার ৩৫৩ জন বাংলাদেশি শ্রমিক মালয়েশিয়ায় প্রবেশ করেছেন।

আর ২০২৩ সালে বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সহজ করার জন্য প্রবর্তিত অস্থায়ী ‘ফরেন ওয়ার্কার রিক্রুটমেন্ট রিল্যাক্সেশন প্ল্যান’-এর মাধ্যমে ৩ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন নতুন বাংলাদেশি শ্রমিক সেদেশে প্রবেশ করেন।

মালয়েশিয়ার ইমিগ্রেশন দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত সময়ে অস্থায়ী ওয়ার্ক পারমিটধারী বাংলাদেশি শ্রমিকের সংখ্যা ছিল ৮ লাখ ৩ হাজার ৩৩২ জন।

প্রতিবেদনে বলা হয়, এ সংখ্যা মালয়েশিয়ায় কর্মরত মোট বিদেশি শ্রমিকের ৩৭ শতাংশ। এ হিসেবে বাংলাদেশেই মালয়েশিয়ায় স্বল্পদক্ষ শ্রমিক সরবরাহকারী সবচেয়ে বড় দেশ।

অবৈধ প্রবাসী শ্রমিকের বিষয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ৭৯০ জন বাংলাদেশিকে অতিরিক্ত সময় অবস্থানের কারণে মালয়েশিয়ায় আটক করা হয়েছে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন