গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মো. নাজমুল করিম খান বলেছেন, আমরা চেষ্টা করে যাচ্ছি গাজীপুরকে একটি নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে। কিন্তু এতো চেষ্টার পরেও যখন আমাদের বিরুদ্ধে এমন নেগেটিভ প্রতিবেদন আসে, আমি সত্যিই মর্মাহত হই।
প্রথম আলোর সিরিজ প্রতিবেদন প্রকাশের পর সম্প্রতি ফেস দ্য পিপলের মুখোমুখি হন নাজমুল করিম। সেখানে এক প্রশ্নের জবাবে উপস্থাপককে এসব কথা বলেন তিনি।
সাক্ষাৎকারে নাজমুল করিম খান বলেন, যদি সত্যিই নেগেটিভ কিছু থেকে থাকতো অনেক মিডিয়া আছে, তাদের চোখে ধরা পড়ত। একটা মাত্র মিডিয়া, ওনার চোখেই ধরা পড়ল, উনি তিনটি সিরিজ করলেন-আমি এটির জবাব আসলে জানি না।
ঢাকায় থাকেন, কিন্তু অফিস করেন গাজীপুরে। কেন? এই প্রসঙ্গে জিএমপি কমিশনার বলেন, আমি যে বাসায় থাকি সেটি ডিআইজি কোয়ার্টার। ঢাকার গুলশানে ডিআইজিদের জন্য একটি কোয়ার্টার হয়েছে, সেখানে। নিজস্ব বাড়ি না। পুলিশ হেডকোয়ার্টারসের মাধ্যমে আমি একটি ফ্ল্যাট বরাদ্দ পেয়েছি। সেখানে আমার পরিবারও থাকে এবং বেতন থেকে ওই ফ্ল্যাটের ভাড়াও কেটে নেওয়া হয়।