প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৪:৫৫ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

কনস্যুলেটে আ. লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

কনস্যুলেটে আ. লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরসহ স্থানীয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ। এ বিষয়ে স্থানীয় পুলিশ, মেয়র অফিস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের আঞ্চলিক কার্যালয়ে পাঠানো চিঠিতে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

কনস্যুলেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রোববার (৬ অক্টোবর) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে কনস্যুলেটে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির প্রায় দেড় শতাধিক মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন। কনস্যুলেটের অনুরোধে নিউইয়র্ক সিটি পুলিশ আগে থেকেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিকাল ৫টার পর থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কনস্যুলেট প্রাঙ্গণের সামনে জড়ো হয়ে সরকারবিরোধী স্লোগান দেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে তারা অতিথিদের প্রবেশে বাধা দেয়, ধাওয়া করে এবং ডিম নিক্ষেপ করে। এ সময় কনস্যুলেট ভবনের একটি কাচের দরজায় আঘাত করলে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয় এবং কয়েকজনকে আটক করে। ঘটনাস্থলের ছবি ও ভিডিও প্রমাণ কনস্যুলেট কর্তৃপক্ষ পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ আশ্বাস দিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রধান অতিথির জীবননাশের উদ্দেশ্যে এবং তাকে হেনস্তা করার লক্ষ্যে আওয়ামী লীগের পতাকাসহ কিছু ব্যক্তি রাত অবধি কনস্যুলেটের সামনে অবস্থান করে। তবে পুলিশের কড়া নিরাপত্তার কারণে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তা বলয়ের মধ্যেই প্রধান অতিথি অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন, মতবিনিময় ও নৈশভোজে অংশ নিয়ে নির্বিঘ্নে ফিরে যান।

প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভিন্ন অপতথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্যও আহ্বান জানিয়েছে কনস্যুলেট কর্তৃপক্ষ।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন