প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৭:৫৫ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

নীরবতা ভেঙে ‘জবাব’ নিয়ে আসছেন অপু বিশ্বাস!

নীরবতা ভেঙে ‘জবাব’ নিয়ে আসছেন অপু বিশ্বাস!
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

কিছুদিন আগে ‘আইজ অন’ ডিজিটাল প্লাটফর্ম এর ‘স্টার ডায়রি’ অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়ে নেটিজেনদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিলেন অপু বিশ্বাস। 

সাক্ষাৎকারটির প্রথম পর্ব যখন প্রচার হয়, তখন নিজের সাম্প্রতিক বিষয় নিয়ে দীর্ঘ সময় নীরবতা পালন করছিলেন এই নায়িকা। ওদিকে শাকিব খান তার ছোট সন্তান শেহজাদ খান বীর এবং তার সন্তানের মা শবনম বুবলীকে নিয়ে আমেরিকায় কোয়ালিটি টাইম পার করছেন।

স্বামী ও সন্তান নিয়ে আমেরিকা ট্যুরের কিছু ছবি বুবলী প্রকাশ করার পর থেকেই নেটিজেনদের মাঝে অপেক্ষার প্রহর শুরু হয়- কখন প্রতিক্রিয়া জানাবেন অপু বিশ্বাস।

‘আইজ অন’ চ্যানেলের স্টার ডায়েরি সেলিব্রিটি শোতেই সব কৌতুহলের জবাব দেন এই নায়িকা। চলতি সময়ে আলোচিত উপস্থাপক সমৃদ্ধির একের পর এক প্রশ্নের মোকাবিলায় এক অন্য অপু বিশ্বাসকে আবিষ্কার করেন নেটিজেনরা। এবার আসছে এর দ্বিতীয় পর্ব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এটি প্রচার হবে আজ সোমবার (২৫ আগস্ট) রাত দশটায়। এই পর্বেও রয়েছে দারুন টুইস্ট।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন