প্রকাশের সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১:২৮ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

জাতিসংঘ অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি

জাতিসংঘ অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দেবেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

আগামী সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জাতিসংঘে এই অধিবেশন অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়, আগামী ২৬ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া অধিবেশনে মোদির বক্তব্যের পরেই বক্তব্য রাখবেন শেহবাজ, ফলে পাকিস্তানের হাতে ভারতের বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হবে। সেদিন বিকেল সেশনে বক্তব্য রাখবেন ড. ইউনূসও।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। তবে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রথম দিনে ব্রাজিল বক্তব্য রাখবে, এরপর যুক্তরাষ্ট্র। এবারের প্রতিপাদ্য— “একসাথে ভালো: শান্তি, উন্নয়ন ও মানবাধিকারের পথে ৮০ বছর ও আরও বেশি।”

পর্যবেক্ষকদের মতে, মোদি ও শেহবাজের একের পর এক ভাষণে দুই দেশের অবস্থান স্পষ্ট হয়ে উঠবে— ভারত সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয় জোর দেবে, আর পাকিস্তান কাশ্মির ইস্যুকে সামনে আনবে।

বিশ্লেষকরা বলছেন, চলমান গাজা যুদ্ধ, ইউক্রেন সংঘাত ও সাম্প্রতিক ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এবারের অধিবেশন হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে ব্যস্ত কূটনৈতিক মৌসুম।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন