প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৪:২৪ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

স্মার্ট লেনদেনে এক ধাপ এগিয়ে গুগল ওয়ালেট, কী পাচ্ছেন গ্রাহকরা?

স্মার্ট লেনদেনে এক ধাপ এগিয়ে গুগল ওয়ালেট, কী পাচ্ছেন গ্রাহকরা?
জুবায়ের হাসান

জুবায়ের হাসান

খুলনা জেলা প্রতিনিধি

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল ওয়ালেট (গুগল পে)। গুগল, সিটি ব্যাংক, ভিসা এবং মাস্টারকার্ডের যৌথ উদ্যোগে এ সেবার সূচনা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীরা আন্তর্জাতিক মানসম্পন্ন একটি আধুনিক এবং সুরক্ষিত ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মের সুযোগ পাচ্ছেন।

বৈশ্বিক গ্রহণযোগ্যতা : গুগল ওয়ালেটের মাধ্যমে এখন বাংলাদেশের ব্যবহারকারীরা সিটি ব্যাংকের ভিসা ও মাস্টারকার্ড ব্যবহার করে যে কোনো আন্তর্জাতিক এনএফসি-পস টার্মিনালে লেনদেন করতে পারবেন। এতে করে দেশের বাইরে ভ্রমণ বা আন্তর্জাতিক পেমেন্ট আরও সহজ ও নিরবচ্ছিন্ন হবে।

ফ্রিল্যান্সার ও আন্তর্জাতিক লেনদেনকারীদের জন্য উপযোগী : গুগল ওয়ালেট বিশেষভাবে উপযোগী হবে ফ্রিল্যান্সার, শিক্ষার্থী এবং উদ্যোক্তাদের জন্য। আন্তর্জাতিক মার্কেটপ্লেসে সাবস্ক্রিপশন ফি প্রদান, পণ্য বা সেবার মূল্য পরিশোধ কিংবা রেমিট্যান্স গ্রহণ সবই হবে আরও সহজ ও দ্রুত।

ট্যাপ-টু-পে প্রযুক্তি : ব্যবহারকারীরা এখন তাদের অ্যান্ড্রয়েড ফোনে এনএফসি সক্রিয় করে যে কোনো এনএফসি-সাপোর্টেড পস টার্মিনালে ফোন ছুঁয়ে পেমেন্ট করতে পারবেন। এতে করে কার্ড বহনের প্রয়োজন হবে না এবং পুরো পেমেন্ট প্রক্রিয়া হয়ে উঠবে আরও নিরাপদ ও দ্রুত।


সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন