এখন থেকে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ওমরাহ ভিসা ও ভ্রমণ সেবার আবেদন করতে পারবে বিদেশী যাত্রীরা। ওমরাহ কিংবা সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মুসলমানদের এই সেবা দিতে ইতোমধ্যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরব।
গত ২০ আগস্ট বুধবার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ সেবার মাধ্যমে সৌদি আরবের বাইরে অবস্থানরত মুসলমানরা আর কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় ভ্রমণ প্যাকেজ অনলাইনে বুক করতে পারবেন। প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে umrah.nusuk.sa ওয়েবসাইটের মাধ্যমে।
‘নুসুক ওমরাহ’ প্ল্যাটফর্মটি এমন ভাবে সাজানো হয়েছে যে, যেকোনো মানুষের জন্য সেখানে খুবই সহজে সেখান থেকে ভিসা, হোটেল, পরিবহন, সাংস্কৃতিক ভ্রমণ ও সহায়ক সব সেবা একত্রে সমন্বিত প্যাকেজ আকারে কিংবা আলাদা আলাদাভাবে বুক করার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা প্যাকেজও তৈরি করতে পারবে।
মন্ত্রণালয় জানায়, আধুনিক এই প্ল্যাটফর্ম সাতটি ভাষায় পাওয়া যাবে এবং এটি সংশ্লিষ্ট সরকারি সিস্টেমের সঙ্গে সংযুক্ত, যাতে আবেদন থেকে ভিসা ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। এতে বহুমুখী পেমেন্ট সুবিধাও রাখা হয়েছে।