প্রকাশের সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫, ৯:২২ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

সরাসরি ওমরাহ বুকিংয়ের সুযোগ পাচ্ছে বিদেশি যাত্রীরা

সরাসরি ওমরাহ বুকিংয়ের সুযোগ পাচ্ছে বিদেশি যাত্রীরা
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

এখন থেকে কোনো মাধ্যম ছাড়াই সরাসরি ওমরাহ ভিসা ও ভ্রমণ সেবার আবেদন করতে পারবে বিদেশী যাত্রীরা। ওমরাহ কিংবা সৌদি আরব ভ্রমণে ইচ্ছুক মুসলমানদের এই সেবা দিতে ইতোমধ্যে নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘নুসুক ওমরাহ’ চালু করেছে সৌদি আরব। 

গত ২০ আগস্ট বুধবার হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ সেবার মাধ্যমে সৌদি আরবের বাইরে অবস্থানরত মুসলমানরা আর কোনো মধ্যস্থতাকারী ছাড়াই ওমরাহ ভিসার আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় ভ্রমণ প্যাকেজ অনলাইনে বুক করতে পারবেন। প্ল্যাটফর্মটি ব্যবহার করা যাবে umrah.nusuk.sa ওয়েবসাইটের মাধ্যমে।

‘নুসুক ওমরাহ’ প্ল্যাটফর্মটি এমন ভাবে সাজানো হয়েছে যে, যেকোনো মানুষের জন্য সেখানে খুবই সহজে সেখান থেকে ভিসা, হোটেল, পরিবহন, সাংস্কৃতিক ভ্রমণ ও সহায়ক সব সেবা একত্রে সমন্বিত প্যাকেজ আকারে কিংবা আলাদা আলাদাভাবে বুক করার সুযোগ থাকবে। ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ  করা প্যাকেজও তৈরি করতে পারবে।

মন্ত্রণালয় জানায়, আধুনিক এই প্ল্যাটফর্ম সাতটি ভাষায় পাওয়া যাবে এবং এটি সংশ্লিষ্ট সরকারি সিস্টেমের সঙ্গে সংযুক্ত, যাতে আবেদন থেকে ভিসা ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়। এতে বহুমুখী পেমেন্ট সুবিধাও রাখা হয়েছে।

তাদের দাবি, নতুন এই উদ্যোগে মুসলমানদের জন্য ওমরাহ যাত্রা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে। পাশাপাশি এটি সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ, যার মাধ্যমে বাড়তি সংখ্যক মুসলমানকে নিরাপদে ও উন্নতমানের সেবায় ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।

সূত্র: গলফ নিউজ ডটকম

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন