প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১২:৪৪ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির
ডেস্ক রিপোর্ট।।

ডেস্ক রিপোর্ট।।

বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির তালিকায় ৩০তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে পাকিস্তান। বর্তমানে বিশ্বের ২৯টি দেশের সঙ্গে এ ধরনের চুক্তি রয়েছে বাংলাদেশের। তবে আশপাশের দেশগুলোর মধ্যে পাকিস্তানের সঙ্গে এমন চুক্তি এখনো হয়নি। সম্পর্ক স্বাভাবিককরণের অংশ হিসেবে দেশটি এবার ভিসা অব্যাহতি চুক্তি করতে আগ্রহী হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) উপদেষ্টা পরিষদের বৈঠকে পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতির প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হচ্ছে। অনুমোদন মিললেই চলতি মাসেই দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পাকিস্তান ইতোমধ্যে এ বিষয়ে তাদের সম্মতি জানিয়েছে। উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন পাওয়া সাপেক্ষে দ্রুতই চুক্তি স্বাক্ষর হবে।

আগামী ২৪ আগস্ট পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন। সবকিছু পরিকল্পনামাফিক এগোলে তার সফরকালেই এই চুক্তি স্বাক্ষরিত হতে পারে।

বর্তমানে ভিসা অব্যাহতি চুক্তি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিশ্বের ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীরা ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পান। এর মধ্যে ২৭টি দেশে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারী উভয়ই ভ্রমণ করতে পারেন। একটি দেশে কেবল কূটনীতিকদের জন্য সুবিধা রয়েছে। আর একটি দেশে বাংলাদেশের সব নাগরিক ভিসা ছাড়াই যেতে পারেন।

তারা এসব দেশে ভিসা ছাড়া ৩০ দিন থেকে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারেন। তবে চীনের ক্ষেত্রে ভিসা অব্যাহতি থাকলেও অবস্থানের সময়সীমা নির্দিষ্ট করা হয়নি।

যেসব দেশে ভিসা অব্যাহতি আছে
বাংলাদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে— ভারত, চীন, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম, ব্রুনেই, কুয়েত, ওমান, কাতার, মিয়ানমার, লাওস, কম্বোডিয়া, ফিলিপাইন, তুরস্ক, কাজাখস্তান, রাশিয়া, কসোভো, সার্বিয়া, বেলারুশ, চিলি, ব্রাজিল, আর্জেন্টিনা ও বতসোয়ানা।

শুধু কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি রয়েছে জাপানে। আর বাংলাদেশের সব নাগরিক ভিসা ছাড়াই মালদ্বীপ ভ্রমণ করতে পারেন।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন