প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ১:১৮ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

আকরিক লোহার দাম বিশ্ববাজারে টানা নিম্নমুখী

আকরিক লোহার দাম বিশ্ববাজারে টানা নিম্নমুখী
শাম্মী আক্তার

শাম্মী আক্তার

বারিশাল বিভাগীয় প্রতিনিধি

বিশ্ববাজারে আকরিক লোহার দাম ধারাবাহিকভাবে কমছে। খাতসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, চীনের উত্তরাঞ্চলে সেপ্টেম্বরে সামরিক কুচকাওয়াজ উপলক্ষে উৎপাদন নিয়ন্ত্রণ এবং বৈশ্বিকভাবে ইস্পাতের চাহিদা হ্রাসের সম্ভাবনা এই ধাতুটির বাজারে বড় প্রভাব ফেলছে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিজনেস রেকর্ডার।


মঙ্গলবার (১৯ আগস্ট) চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে (DCE) জানুয়ারি ডেলিভারির ফিউচার চুক্তিতে আকরিক লোহার দাম কমেছে ০.৮৪ শতাংশ। এতে টনপ্রতি দাম দাঁড়িয়েছে ৭৬৯.৫ ইউয়ান (১০৭ ডলার ১৪ সেন্ট)।

অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে সেপ্টেম্বরে সরবরাহের ফিউচার চুক্তিতে দাম কমেছে ০.৪২ শতাংশ, যেখানে টনপ্রতি মূল্য নির্ধারণ হয়েছে ১০১ ডলার।


কনসালট্যান্সি প্রতিষ্ঠান মাইস্টিল জানিয়েছে, বেইজিংয়ের বাতাসের মান উন্নত রাখতে টাংশান অঞ্চলের কয়েকটি বড় ইস্পাত কারখানাকে উৎপাদন সীমিত করার মৌখিক নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ। ফলে কাঁচামাল হিসেবে আকরিক লোহা ক্রয়ের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।


ইস্পাত শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা মনে করছেন, আগামী মাসগুলোতে বৈশ্বিক বাজারে লেনদেন আরও নিম্নমুখী হতে পারে, যদি না চাহিদায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন