

তানহা আক্তার
খুলনা বিভাগীয় প্রতিনিধিশতভাগ আবাসন সুবিধা অর্থাৎ হলে সিট অথবা বিকল্প হিসেবে আবাসন ভাতা প্রদানের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা দিয়েছে শিক্ষার্থীরা। এসময় ভেতরে থাকা ভিসি ও প্রো ভিসিকে অবরুদ্ধ করে রাখেন তারা।
রোববার (১৮ আগস্ট) বেলা আড়াইটার পর থেকে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
এ সময় দাবি আদায়ে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। এক পর্যায়ে প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে দেয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখানে অবস্থান নেয়ার ঘোষণা দেয় তারা।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের উপচার্য, উপ উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তারা।
শিক্ষার্থীরা জানান, আবাসিক হলে আসন বরাদ্দে অসম মেধা যাচাই প্রক্রিয়া তাদের বিপাকে ফেলেছে। এতে বাড়তি ভাড়া দিয়ে শহরে থাকতে হচ্ছে তাদের। প্রশাসনকে একাধিকবার এসব বিষয়ে জানানো হলেও আশ্বাসেই সীমাবদ্ধ ছিল তাদের ভূমিকা। বাধ্য হয়ে তাই আন্দোলনে নেমেছেন বলে দাবি শিক্ষার্থীরদের।