প্রকাশের সময়: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১০:০৩ এএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু

দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে : টুকু
মোহাম্মদ আবু  নাছের

মোহাম্মদ আবু নাছের

নোয়াখালী জেলা প্রতিনিধি

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী চিঠিও দিয়েছে। এতে জাতি আশ্বস্ত হয়েছে। দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে। মানুষ তার ভোটের অধিকার পাচ্ছে।

শনিবার (১৬ আগস্ট) রাতে টাঙ্গাইল প্রেস ক্লাবের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসোররা ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল তারা আগামী দিনে ইনশাআল্লাহ সব ষড়যন্ত্র রুখে দেবে। তারেক রহমানের নেতৃত্বে সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষ তার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।

তিনি বলেন, যেহেতু প্রধান উপদেষ্টা রোজার আগেই নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন। সেহেতু কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। যেহেতু রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন। সে ক্ষেত্রে আমরা আশ্বস্ত ও সাধুবাদ জানাই।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন