

তানভীর আহমেদ
রংপুর বিভাগীয় প্রতিনিধিকক্সবাজার সমুদ্রসৈকতে স্নানরত অবস্থায় এক যুবক ঢেউয়ের টানে ভেসে গিয়ে প্রাণ হারিয়েছেন। শুক্রবার দুপুরে কক্সবাজার সৈকতের শৈবাল পয়েন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত যুবক সামিরুল ইসলাম (২৩) চট্টগ্রামের হালিশহর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন রেফ্রিজারেটর মেকানিক ছিলেন। তার তিন বন্ধুর বরাত দিয়ে জানা যায়, তারা একসাথে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন। সকালে কটেজজোনের ক্ল্যাসিক ভিলা নামক একটি হোটেলে চেক ইন করার পর তারা সমুদ্রসৈকতে যান।
বন্ধুরা জানান, সমুদ্রে গোসল করার সময় হঠাৎ প্রবল ঢেউয়ে সামির ভেসে যান। ঘটনাস্থলে কোনো লাইফগার্ড না থাকায় উদ্ধার কাজে বিলম্ব হয়। পরে ঢেউয়ের টানে যখন তিনি কূলের কাছাকাছি আসেন, বন্ধুরা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক সুষ্ময় দাশ ঘটনাটি নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং বন্ধুদের কাছ থেকে প্রাথমিক তথ্য নিয়েছি। তাদের আরও জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে।"
তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং তারা কক্সবাজারে আসছেন। এই ঘটনায় পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।