প্রকাশের সময়: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫, ১২:৩১ পিএম প্রিন্টের তারিখ: মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯ আষাঢ় ১৪৩২

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার

রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
জারিন তাসনিম

জারিন তাসনিম

উপজেলা রিপোর্টার

রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় এক মর্মান্তিক ঘটনায় একই পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের নিজ বাড়িতে এ মর্মান্তিক দৃশ্যের দেখা মেলে।

মৃতদের মধ্যে রয়েছেন পরিবারের প্রধান মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), তাদের ছেলে মাহিম (১৩) এবং মাত্র ১৮ মাস বয়সী কন্যা সন্তান মিথিলা। ঘটনাস্থল থেকে একটি আত্মঘাতী চিঠিও উদ্ধার করেছে পুলিশ।

মতিহার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কালাম পরভেজ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা মালেক জানান, মিনারুল ইসলাম পেশায় একজন কৃষক ছিলেন। তিনি বলেন, "আমরা জানতাম মিনারুলের প্রচুর ঋণ আছে। আজ সকালে দেখা গেল পুরো পরিবারটিই মারা গেছে। উত্তরের ঘরে স্ত্রী ও ছোট মেয়েটির মরদেহ পড়ে ছিল, আর দক্ষিণের ঘরে মিনারুল ও তার ছেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।"

ঘটনাটি স্থানীয় এলাকায় তীব্র শোক ও হতবাকতার সৃষ্টি করেছে। পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যার সূত্র ধরে তদন্ত শুরু করেছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত চিঠিটি বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে।

সম্পাদকঃ আবুল কালাম আজাদ, ভারপ্রাপ্ত সম্পাদকঃ মোহাম্মদ মাহবুব আলম

প্রকাশকঃ চৌধুরী হাসান হাবিবুল্লাহ, আইন-উপদেষ্টা: অ্যাডভোকেট মনিরুল ইসলাম

অফিস : বড় হাতকোড়া, উপজেলাঃ দৌলতপুর, জেলাঃ মানিকগঞ্জ-১৮০০

‪+৮৮০১৭১৩-৫৪১৩৩৭

abasonnews24@gmail.com (সাধারণ তথ্যের জন্য), news.abasonnews24@gmail.com (বার্তা বিভাগ), digitalads.abasonnews24@gmail.com (বিজ্ঞাপন)

প্রিন্ট করুন